স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজের মধ্যে তৃতীয় টেস্টে বল টেম্পারিং কেলেঙ্কারিতে জড়িয়ে পড়েন অস্ট্রেলিয়া দলের সহ অধিনায়ক ডেভিট ওয়ানার। আর অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে এ রকম এক কলঙ্ক জনক ঘটনার সাথে জড়িত থাকার কারনে অজি দল থেকে এক বছরের জন্য নির্বাসিত হয়েছেন বাহাতি ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার।
জাতীয় দলের দরজা বন্ধ হওয়ার পাশাপাশি আইপিএলের এবারের আসরে সানরাইজার্সের জার্সিতেও থাকছেন না তিনি। তবে জনপ্রিয় এই টুর্নামেন্টে নিজের দলকে সমর্থন করতে ভারতে আসছেন ডেভিড ওয়ার্নার। এমনটাই ইঙ্গিত দিলেন তিনি।
আইপিএল থেকে নির্বাসিত হয়ে ওয়ার্নার সম্ভবত নিজের দলকে মিস করছেন। নিজেদের দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠান ইনস্টাগ্রামে লাইভ করার ব্যবস্থা করেছিল হায়দরাবাদ। সেই অনুষ্ঠান ফলো করছিলেন অজি এই সুপারস্টারও।
এদিকে ইনস্টাগ্রামে লাইভ পোস্টের নিচে কমেন্টও করছিলেন ওয়ার্নার। সেটিই নজরে পড়ে যায় সানরাইজার্সের অন্যতম তারকা বিপুল শর্মার। তারপর দু’জনকেই প্রকাশ্যে চ্যাট করতে দেখা যায়।
আর সেই চ্যাটেই ওয়ার্নার জানান, তিনি খুব তাড়াতাড়িই ভারতে আসছেন হায়দরাবাদকে সমর্থন করার জন্য। গ্যালারিতে বসে কিছু আইপিএল ম্যাচ দেখারও পরিকল্পনা রয়েছে তার। বিপুলের সঙ্গে করা চ্যাটে ওয়ার্নার লেখেন, ‘‘খুব তাড়াতাড়ি আমাকে দেখতে পাবে। আমি যাচ্ছি।’’আর তাই এবারের আসরে আইপিএলে নিজ দলের হয়ে মাঠে না নামলেও গ্যালারিতে বসে ঠিকই দলের সমর্থন করবেন।
আরো পড়ুন- আইপিএলে না খেলার কারণেই র্যাংকিংয়ে এখন এক নম্বরে পাকিস্তান!