নেইমারকে ছাড়া ফরাসি জায়ান্ট পিএসজি কোন অংশে কম যাচ্ছে না। আর তারই সুবাদে লিগ ওয়ানে টানা নয়টি জয়ের মুখ দেখেছে নেইমারের পিএসজি। এছাড়া ফরাসি লিগ ওয়ানের শিরোপাও নিজেদের ঘরে তুলেছে উনাই এমরির পিএসজি। অথচ টানা নয় ম্যাচ অপরাজিত থাকা কাভানি,ডিমারিয়া, এমবাপ্পেদের নিয়ে গড়া পিএসজি এবার পুচকে ইচেনার কাছে হারতে বসেছিল । তবে শেষ পর্যন্ত তা আর অঘটনের শিকার হয়নি।
গতরাতের ম্যাচে ইচেনার বিপক্ষে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে রক্ষা পেয়েছে দলটি। আর সেই সাথে ইচেনার সঙ্গে ১–১ গোলে ড্র করেছে উনাই এমেরির শিষ্যরা।
এদিকে শুক্রবার ইচেনার মাঠে আতিথ্য নেয় পিএসজি। তবে প্রথমার্ধে তাদের চেনা রূপে দেখা যায়নি। এতে শুরুতেই পিছিয়ে পড়ে দ্য পারিসিয়ানরা। ১৭ মিনিটে আলতো টোকায় বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে দেন রেমি কাবেলা।
পিছিয়ে পড়েও ছন্দে ফিরতে পারেনি পিএসজি। আক্রমণ–প্রতি আক্রমণে বারবারই খেই হারাতে দেখা গেছে তাদের। ফলে সমতায় ফেরা তো দূরে থাক, উল্টো ৪১ মিনিটে বড়সড় ধাক্কা খায় অতিথিরা। প্রেসনেল কিমপেম্বে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় কাভানি এমবাপ্পেরা।
তাই এগার জনের দলে একজন কম নিয়ে হলেও দ্বিতীয়ার্ধে কিছুটা স্বরূপে দেখা যায় পিএসজিকে। এ অর্ধে বেশ কটি গোছালো আক্রমণ করেন ডি মারিয়া–কাভানিরা। কিন্তু গোলমুখ খুলছিল না।
তবে তাদের মুহূমুর্হু আক্রমণের মুখে শেষ পর্যন্ত জাল অক্ষত রাখতে পারেনি ইচেনা। যোগ করা সময়ে আত্মঘাতী গোল খেয়ে বসে স্বাগতিকরা। ওই সময় বল প্রতিরোধ করতে গিয়ে নিজেদের জালেই বল ঠেলে দেন মাথিউ দেবুচি।
স্রোতের বিপরীতে সুযোগ পেয়েছিল ইচেনাও। তবে ভাগ্যের কাছে হার মানতে হয় টেবিলের নবম স্থানে থাকা দলটিকে।৬২ মিনিটে বাম্বা ও ৭৪ মিনিটে উসামার ক্ষীপ্রগতির শট গোল পোস্টে লেগে ফিরে আসে। আর সেই সাথে শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুদলকে।
এদিকে দুদলের মধ্যকার ম্যাচটি ড্র হলেও ফ্রেঞ্চ লিগ শিরোপা জয় পিএসজির এখন সময়ের ব্যাপার। ৮৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে প্যারিসের দলটি। দ্বিতীয় স্থানে থাকা মোনাকো রয়েছে তাদের চেয়ে যোজন দূরে। ৬৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর এতে করে বুঝা যাচ্ছে যে এবারের মৌসুমে ফ্রেঞ্চ লিগ শিরোপা জিতাটা এখন মাত্র সময়ের ব্যাপার।