Home » বিনোদন » বলিউড ও অন্যান্য » আমার সেই নাচ নাকি ননসেন্স ছিলো; হৃত্বিক
আমার সেই নাচ নাকি ননসেন্স ছিলো; হৃত্বিক
আমার সেই নাচ নাকি ননসেন্স ছিলো; হৃত্বিক

আমার সেই নাচ নাকি ননসেন্স ছিলো; হৃত্বিক

ছোটবেলা থেকেই নাচকে ভালবেসে এসেছেন তিনি। কেনোই বা নেবেন না, কারণ তিনি বেড়েই তো উঠেছেন একটা ফিল্মি পরিবারে। ফিল্মি প্রভাব তো তার উপর একটু- আধটু পড়বেই। কিন্তু অভিনয় নয়, নাচকেই প্রাধান্য দিয়েছেন তিনি। এছাড়া তিনি মাইকেল জ্যাকশনের একজন বড় ভক্তও ছিলেন। কার কথা বলছি সেটা নিশ্চয় বুঝতেই পারছেন। সে আর কেউ না ‘ব্রেক ডান্স’ খ্যাত হৃত্বিক রোশন।

বাংলায় একটা প্রবাদ আছে, ‘সকাল যেমন বলে দেয় সারাদিনের ছবি, শৈশবই বলে দেয় ভবিষ্যত কি হবে!’ হৃত্বিকের ক্ষেত্রেও ঠিক তেমনটাই ঘটেছে। মাত্র ৮ বছর বয়সে এক পার্টিতে নেচে উঠেছিলেন তিনি। আর মা-বাবার সাথে বাহবা দিলেন পার্টিতে উপস্থিত সকলে।

কিন্তু বিনয়ী মনোভাব নিয়ে হৃত্বিক জানান, ‘সেই নাচ নাকি ননসেন্স ছিলো। শুধুমাত্র তার বাবা-মা’ই তাকে উৎসাহ দিয়েছিলো।’

তবে এই ঘটনার পর এটা তো স্পষ্ট যে, সেই বয়স থেকেই তিনি নিজেকে তৈরি করতে শুরু করেছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: