কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলাটিতে ট্রাক্টর এর সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ৩জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ২জন ব্যাক্তি।
রবিবার (১৫ এপ্রিল) সকালে উপজেলার আগরপুর বাজারের কাছে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহতরা হচ্ছেন-অটোরিকশা চালক লালন মিয়া (৩৫) এবং যাত্রী শাহীন (২২) ও আবদুল করিম (২৮)।
স্থানীয়রা বলেন, রবিবার সকালে আগরপুর বাজারের কাছে বাজিতপুর থেকে ভৈরবগামী সিএনজি চালিত একটি অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ির চালকসহ অটোরিকশায় থাকা ৫ জন আহত হয়েছেন। এ অবস্থায় তাদের উদ্ধার করা হয় এবং বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক শাহীন ও আবদুল করিমকে মৃত বলে ঘোষণা করেন। পরে আহত অপর ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অটোরিকশা চালক লালন মিয়ার মৃত্যু হয়।
কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নান্নু মোল্লা বলেন, অটোরিকশা ও ট্রাক্টরটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।