- ইমরান তাহের: জন্ম নিয়েছেন পাকিস্তানে। নিজের দেশের জন্য এখনও খেলেন নি কোন ম্যাচ। সাউথ আফ্রিকা জাতীয় দলের সেরা স্পীন বলার তিনি। এখন পর্যন্ত সাউথ আফ্রিকার হয়েই খেলে যাচ্ছেন।
- বেন স্টোকস্: জন্ম তার নিউজিল্যান্ড এ। খেলে আসছেন ইংল্যান্ড এর হয়ে। বেন স্টোকস্ বর্তমান সমসয়ের সেরা একজন অল-রাউন্ডার। আমরা অনেকেই মনে করি তাকে একজন ইংল্যান্ডের অধিবাসী।
- ময়েস হেনরিকস্: জন্ম নিয়েছেন পর্তুগালে আর খেলে যাচ্ছেন অস্ট্রেলিয়ার হয়ে। হেনরিকস্ টি-টোয়েন্টিতে ভালো দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। তিনি একজন অল-রাউন্ডার ক্রিকেটার।
- নাছির হোসাইন: জন্ম ভারতে। খেলেছেন ইংল্যান্ডের জাতীয় দলে। সেই সময়ের আলোড়ন সৃষ্টিকারী একজন অভিজ্ঞ ক্রিকেটার ছিলেন তিনি।
- গেরি ব্যালেঞ্জ: জন্ম তার জিম্বাবুয়েতে। অথচ খেলে আসছেন ইংল্যান্ডের হয়ে। তিনি একজন ভালোমানের টেস্ট ক্রিকেটার ছিলেন।
- অ্যান্ডে ফ্লয়ার: তার জন্ম সাউথ আফ্রিকায়। খেলেছেন জিম্বাবুয়ের হয়ে।
- উসমান খোয়াজা: জন্ম পাকিস্তানে। তিনি অস্ট্রেলিয়ার একজন ওপেনার ক্রিকেটার। তিন ফরমেটেই দারুন খেলেন উসমান খোয়াজা।
- ঈশ সুদী: জন্ম তার ভারতে। খেলে যাচ্ছেন নিউজল্যান্ডের হয়ে। ঈশ সুদী একজন ভালো অভিজ্ঞ স্পীন বোলার ।
- সিকান্দার রাজা: জন্ম পাকিস্তানে। খেলে আসছেন জিম্বাবুয়ের হয়ে। সিকান্দার রাজা জিম্বাবুয়ের নির্ভরযোগ্য ব্যটসম্যান।
- কেভিন পিটারসেন: জন্ম সাউথ আফ্রিকা। খেলেছেন ইংল্যান্ডের হয়ে। কেভিন পিটারসেন একজন ভংকর ক্রিকেটার ছিলেন। তার খেলার ধরণ ভিন্ন রকমের। সব বলার তার সামনে বিভ্রান্তি হয়ে যেতেন।

জন্ম ভুমির জন্য খেলেননি এমন ১০ ক্রিকেটার