নারকেল তেল সচরাচর আমরা চুল এবং ত্বক পরিচর্চার কাজে ব্যবহার করা হয়। কিন্তু এর বাইরেও এর বেশ কিছু গুণাগুন রয়েছে যা আমাদের অজানা। তবে চলুন জেনে নেওয়া যাক নারকেল তেলের উপকারিতা এবং গুণাগুণ সম্পর্কে।
১) জ্বালাপোড়ায় নারকেল তেলের ব্যবহারঃ হঠাৎ করে কোনো জায়গা পুড়ে গেলে সেখানে অল্প পরিমাণে নারকেল তেল ব্যবহার করুন। দেখবেন জ্বালাপোড়া কমে গেছে। তবে পুড়ে যাওয়ার কিছু সময় পর এটি ব্যবহার করতে হবে।
২) ঘামের গন্ধ দূর করতেঃ একটু তেল হাতে নিয়ে বগলে ম্যাসাজ করে লাগান। এতে বগলের ঘামের দূর্গন্ধ দূর হবে।
৩) ব্যথা উপসম করতেঃ কোনো স্থানে ব্যথা হলে নারকেল তেল কুসুম গরম করে ম্যাসাজ করে লাগিয়ে নেন। জয়েন্টের ব্যথা বা হাঁটু ব্যথায় এটি বেশ উপকারী।
৪) অনিদ্রা দূরীকরনেঃ অনেকেরই রাতে ভালো গুম হয়না। এক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে ৩ টেবিল চামচ বিশুদ্ধ নারকেল খেলে ভালো উপকার পাবেন। এটি গুমে বেশ সহায়তা করে।
৫) বলিরেখা দূরীকরনেঃ বলিরেখা দূর করতে নারকেলের জুড়ি মেলাভার। দিনে অন্তত দুইবার নারকেল তেল মুখের ত্বকে ম্যসাজ করুন। নিয়মিত ব্যবহারে ত্বকে বলিরেখা পড়া রোধ করে। কারণ এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা বলিরেখো প্রতিরোধে কাজ করে।