Home » স্বাস্থ্য » জেনে নিন হিটস্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে

জেনে নিন হিটস্ট্রোকের লক্ষণ ও প্রাথমিক চিকিৎসা সম্পর্কে

যেকোন বয়সের লোকই স্ট্রোকে আক্রান্ত হতে পারে। অনেক গরমে শরীরের অতিরিক্ত লবণ এবং পানি চলে যায়। শুধু তাই নয় এসময় শরীর অনেক দুর্বল এবং মাংসপেশী অসার হয়ে পড়ে। স্ট্রোকের ফলে মৃত্যুর চাইতেও মারাত্নক দূর্ঘটনা ঘটতে পারে। চলুন জেনে নেওয়া যাক স্ট্রোকের লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে-

স্ট্রোকের লক্ষণ-
১) মানসিক পরিবর্তনঃ বিভ্রান্তি, হৃদরোগ, প্রলোপ, বিরক্ত হওয়া, অসুস্থতা ইত্যাদি সমস্যা হতে পারে।
২) বমি বমি ভাবঃ গরম আবহাওয়ায় অসুস্থবোধ এবং বমি বমি ভাব হতে পারে।
৩) মাথাব্যথাঃ প্রচন্ড আকারে মাথাব্যথা হতে পারে।
৪) শরীরের রঙ পরিবর্তনঃ ধীরে ধীরে শরীরের রঙ পরিবর্তন হয়ে লাল হয়ে যায়।
৫) শ্বাসঃ শ্বাসকষ্ট এবং দ্রুত শ্বাস উঠতে পারে।
৬) হৃদস্পন্দনঃ শরীর ঠান্ডা করার পদক্ষেপ গ্রহণ করলে হৃদস্পন্দন বেড়ে যায়।

চিকিৎসা-
কোনো ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হলে যত দ্রুত সম্ভব ডাক্তারের নিকট নিয়ে যেতে হবে। ডাক্তারের কাছে নেওয়ার আগ পর্যন্ত নিম্নলিখিত ব্যবস্থা গ্রহণ করতে হবেঃ
১) পানিতে নিমজ্জিত রাখাঃ কোনো ব্যক্তি হিটস্ট্রোক করলে তাকে যত দ্রুত সম্ভব ঠান্ডা পানিতে নিমজ্জিত রাখতে হবে। সম্ভভ হলে বরফ স্নান করাতে হবে।
২) বাষ্পীভবনঃ ঠান্ডা পানি শরীরের অতিরিক্ত তাপমাত্রা বাষ্পীভূত করতে সহায়তা করে। ফলে শরীরও ঠান্ডা হয়ে যায়।
৩) ভেজা কম্বলঃ হিটস্ট্রোকে আক্রান্ত ব্যক্তিকে ভেজানো কম্বলে মুড়িয়ে রাখতে হবে। এতে ঝুঁকি অনেকাংশে কমে যাবে। সম্ভব হলে আইসপ্যাক ও ব্যবহার করতে পারেন।
৪) মাংসপেশী শিথিলঃ এসময় শরীরের তাপমাত্রা কমাতেচাইলে বেনজোডিয়াজেপিনস নামের ওষুধও ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: