খাঁচায় নিজের ছেলেকে আটকে রেখেছে বাবা। এটা কি করে সম্ভব। তাও আবার টানা ২০ বছর। কিন্তু কেনো নিজের ছেলেকে খাঁচায় আটকে রেখেছেন বাবা। জাপানের সানদা শহরে ইয়োশিতানে ইয়ামাসাকি (৭৩) নামের এক ব্যক্তি তার নিজের ছেলেকে টানা ২০ বছর খাঁচায় আটকে রেখেছেন বলে শোনা গিয়েছে।
জাপানের বার্তা সংস্থা জানায়, সানদা শহরে ইয়ামাসাকির মূল বাড়ির পাশে ছোট্ট একটি কুঁড়েতে একটি খাঁচা রাখা রয়েছে। ওই খাঁচাতেই দীর্ঘ ২০ বছর ধরে নিজের ছেলেকে বন্দি করে রেখেছে বাবা ইয়োশিতানে ইয়ামাসাকি। হঠাৎ একদিন শহরের এক কর্মকর্তা ওই বাড়িতে যান। এরপর ব্যাপরটি তার গোচরে আসে। অতপর তিনি ব্যাপরটি কর্তৃপক্ষকে জানান। কর্তৃপক্ষের সহায়তায় ছেলেটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ৪২ বছর বয়সী এই ছেলেটি খাঁচায় বন্দি থাকতে থাকতে পিঠ সোজা করতে পারে না। ছোট্ট খাঁচায় জড়ো হয়ে থাকতে থাকতে তা মেরুদন্ড বেঁকে যায়।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত জানুয়ারিতে উদ্ধারের পর সামাজিক কল্যাণ কেন্দ্রে রাখা হয়েছে তাঁকে। তদন্তকারীদের ধারণা, ইয়ামাসাকি তাঁর মানসিকভাবে অসুস্থ ছেলেকে ১৬ বছর বয়স থেকেই বন্দী করে রাখা শুরু করেন। ওই সময় থেকেই ছেলের মধ্যে মানসিক অসুস্থতার লক্ষণ দেখা দেয়।
অভিযোগ স্বীকার করেছেন ইয়ামাসাকি। তবে তিনি দাবি করেছেন, খাঁচায় আটকালেও ছেলের প্রতি সদয় ছিলেন তিনি। প্রতিদিন খাবার দিয়েছেন। এক দিন পর পর গোসল করার সুযোগও দিয়েছেন।