Home » এশিয়া » মিয়ানমারে শক্তিশালী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি-১
মিয়ানমারে শক্তিশালী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি-১
মিয়ানমারে শক্তিশালী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি-১

মিয়ানমারে শক্তিশালী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রাণহানি-১

মিয়ানমারের ৩টি অঞ্চলে বয়ে যাওয়া গত তিন দিনের শক্তিশালী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতিসহ কয়েক জনের প্রাণহানী ঘটেছে। এছাড়া ৮শ’র বেশি বাড়িঘর ও কয়েকটি মঠ ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃহস্পতিবার (১৯ এপ্রিল) গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার এ তথ্য জানায়।

ঝড়টি আঘাত হানে দেশের পাউংদে, ন্যাটালিন, হিনথাদা ও হোমালি শহরসহ বাগো, আয়েইয়াওয়াদি ও সাগাইং অঞ্চলে। চলতি সপ্তাহেই মাগওয়ে অঞ্চলের মিয়াইং শহরে একটি শক্তিশালী ঝড়ের আঘাতে ১৮টি বাড়ির ছাদ উড়ে আচড়ে পরে ভূমিতে।

তবে ক্ষতিগ্রস্তদের তথ্যমতে স্থানীয় কর্তৃপক্ষ তাদের ক্ষয়ক্ষতির জন্য সাহায্য প্রদান করেন।

এদিকে দেশের আবহাওয়া দফতর জানিয়েছেন, চলতি মাস হতে মে মাস পর্যন্ত ভাড়ী বৃষ্টিসহ বজ্রসহ আরো ভয়াবহ ঝড় আঘাত হানতে পারে। আর সেই জন্য সবাইকে সতর্ক বার্তা দিয়ে সচেতন ভাবে থাকার আহ্বান করা হয়েছে।

আবহাওয়া ব্যুরো দিনের সময় তাপমাত্রা বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: