বলিউডে আসার পর থেকে এ পর্যন্ত অনেকবার ট্রোলড হয়েছে অভিনেত্রী সানি লিওন। এমনকি সন্তান দত্তক নেওয়ার কারনেও অনেক নিন্দা শুনতে হয়েছে কানাডিয়ান বংশোদ্ভূত এই অভিনেত্রীকে। এবার সন্তানদের কাছে ক্ষমা ও চাইতে হলো তাকে। কারণ মায়ের পেশার জন্য সন্তানদের যেন নিন্দা শুনতে না হয়।
সানি লিওনের মা-বাবা তার পেশা নিয়ে সন্তুষ্ট না হলেও সানির কোনো দুঃখ নেই। কিন্তু সে নিজের সন্তানদের এসব থেকে দূরে রাখতে চান। প্রথম দিকে নিশা নামের একটি মেয়েকে দত্তক নেয় সানি। এরপরে সারোগেসির মাধ্যমে তার দুটি জমজ সন্তান হয়। তাদের নাম আশার ও নোয়া।
সানি চান, তার সন্তানেরা যেনো স্বাধীনভাবে বেড়ে উঠতে পারে। তার পেশার প্রভাব যেনো সন্তানদের উপর গিয়ে না পড়ে। সোশ্যাল মিডিয়াগুলোতে তার ব্যক্তিগত জীবন, পছন্দ বা অপছন্দের জন্য সন্তানদের যেনো ট্রলড হতে না হয়।
এ প্রসঙ্গে সানি আরও বলেন, ‘ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য যেন আমার সন্তানদের সমাজের নিন্দার শিকার না হতে হয়, এটাই চাই আমি।’
তবে প্রথম দিকে এই সব ট্রলের উপযুক্ত জবাব দিতে না পারলেও সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে আজ জবাব দিতে প্রস্তুত সানি।