রাঙামাটির বাঘাইছড়ির সাজেকের রুইলুই পর্যটন কেন্দ্রের কটেজে লাগা আগুনের ফলে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কটেজ মালিকরা।
সোমবার (১৬ এপ্রিল) আনুমানিক ভোর ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে রবিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
দিঘীনালা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মেহেদি হাসান বলেন, খবর পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ২ ঘণ্টা চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ২টি কটেজ প্রায় পুরোটা এবং একটি আংশিক পুড়ে গিয়েছে।
কটেজ মালিক দাবি করছেন এ ঘটনাটিতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।