বে-আইনিভাবে হরিণ শিকারের দায়ে কারাগারে যেতে হয়েছে বলিউডের দাবাং খানকে। প্রায় ২০ বছর আগে কৃষ্ণসার হরিণ শিকার মামলায় গত বৃহস্পতিবার (৫ ই এপ্রিল) ৫ বছরের কারাদন্ড প্রদান করা হয় সালমান খানকে। এবার তার সাজা নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী অরফে অমিতাভ পত্নী জয়া বচ্চন।
সালমানের সাজা নিয়ে সম্প্রতি জয়া বচ্চন এক প্রতিবেদককে জানান, ‘আমার সালমানের জন্য খারাপ লাগছে। ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল। সালমান সাধারণ মানুষের জন্য অনেক কাজ করেছেন। সেই জন্য ওকে ছেড়ে দেওয়া উচিত ছিল।’
এছাড়া সালমার খানের প্রথম দিনের কারাগার জীবনের তথ্যানুসারে জানা যায়, প্রথম দিন কারাগারে কোনো খাবারই মুখে তোলেননি সালমান। তাছাড়া তিনি কারাগারে উন্নত জীবন-যাপন করতেও নারাজ।