Home » জাতীয় » অপরাধ » সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত; আসামী পালাতক
সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত; আসামী পালাতক
সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত; আসামী পালাতক

সাহরি খেতে ডাকায় ইমামকে পিটিয়ে আহত; আসামী পালাতক

কুমিল্লার বুড়িচংয় এলাকায় ভোররাতে মসজিদের মাইকে উচ্চ স্বরে সাহরি খাওয়ার জন্য ডাকায় ইমামকে পিটিয়ে আহত করেছে প্রবাস ফেরৎ মোশারফ।উচ্চস্বরে মাইকিং করার ফলে তার ঘুমের ব্যঘাত হয় বলে সে ক্ষুব্ধ হয়। এ ঘটনায় এলাকার মুসুল্লিদের মাঝে উত্তেজনা বিরাজ করছে।

শুক্রবার(১৮ মে) জুমা নামাজ শেষে মসজিদে উপস্থিত মুসুল্লিদের নিয়ে এ বিষয়টির সমাধানের চেষ্টা করা হলেও সেখানে প্রধান ইমাম না থাকায় কোন সমাধান করা সম্ভব হয়নি। ফলে আগামী শুক্রবার বিষয়টি সমাধান করা হবে।

স্থানীয় মুসুল্লিরা জানায়, জেলার বুড়িচং উপজেলার পীরযাত্রাপুর ইউনিয়নের সাদকপুর নোয়াপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম মোঃ মাসুম (৩০) শুক্রবার ভোর রাতে প্রথম রমজানের সাহরি খাওয়ার জন্য মাইকে মুসুল্লিদের ডাকেন। ভোর সাড়ে ৩ টায় ইমাম সেহেরি খাওয়ার জন্য প্রস্তুতি নেয়। এসময় মসজিদের পূর্ব পার্শ্বের বাড়ির আবদুল বারেকের ছেলে মোশারফ হোসেন (৩৫) ইমামের উপর হামলা চালায়। ইমামের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

এসন আজব ঘটনার বিষয়ে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলাম জানান, গত ৬/৭ মাস পূর্বে সহকারী ইমাম হিসেবে মোঃ মাসুমকে নিয়োগ দেয়া হয়। মোঃ মাসুম মসজিদে থেকে মুসুল্লিদের প্রত্যেক ওয়াক্ত নামাজ পড়ান। পবিত্র রমজান মাসে সাহরির সময় মাইকে ডেকে মুসুল্লিদের জাগিয়ে দেয়ার জন্য ইমামকে বলা হয়েছিল। শুক্রবার ভোর রাতে ইমাম সাহেব ঘুম থেকে উঠার জন্য মাইকে ডাকতে থাকেন। এসময় মসজিদের পাশের বাড়ির মোশারফ নামে এক যুবকের ঘুমে ব্যাঘাত ঘটে ওই অভিযোগে সে ইমাম সাহেবকে মারধর করে। মোশারফ গত এক মাস পূর্বে সৌদি আরব থেকে দেশে আসে।

তবে জানা যায়, এ ঘটনার পর অভিযুক্ত মোশারফকে আর খুজে পাওয়া যায়নি।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোজ কুমার দে বলেন, এখন পর্যণ্ত এ বিষয়ে কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: