বলিউডে হৃদয় কাঁপানো অভিনেত্রীদের মধ্যে একজন হলেন কঙ্গনা রানাওয়াত। দক্ষতা দিয়েই তিনি নিজেকে প্রমাণ করেছেন। বলিউডের অধিকাংশ অভিনেত্রীকেই আইটেম গানে দেখা যায়। কিন্তু এবার আইটেম গান নিয়ে কথা বললেন অভিনেত্রী কঙ্গোনা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে এসে তিনি জানান, ‘আমি আইটেম গান করি না। কারণ সেখানে করার মতো কিছুই নেই। এগুলো অশ্লীল, একইসঙ্গে অশোভন, এর বেশিরভাগই যৌন আবেদনপূর্ণ। তাহলে এখানে করার মতো কী রয়েছে? ব্যক্তিগতভাবে আমি মনে করি, আইটেম গান নিষিদ্ধ করা উচিৎ। আমি এমন কিছুর অংশ হতে চাই না যেগুলো আমাদের, সমাজের, আমাদের শিশুদের জন্য ক্ষতিকর। ভবিষ্যতে যদি আপনার, আমার মেয়ে হয় তাহলে কি আমরা চাইব তাদের অবজেক্টিফাইং করা হোক? আমি বলতে চাইছি ভবিষ্যৎ প্রজন্ম রয়েছে, তাদের প্রতি আমাদের একটা দায়িত্ব আছে।’
রানী লক্ষীবাই এর জীবনী এবং ১৮৫৭ সালের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে তার যুদ্ধের ওপর ভিত্তি করে নির্মিত হচ্ছে ‘দ্য কুইন অব ঝাসি’ ছবি। আর এই সিনেমাটিতে অভিনয় করবেন কঙ্গনা। কঙ্গনা ছাড়াও এই ছবিটিতে সোনু সুদ, অতুল কুরকার্নি, অঙ্কিতা লোখান্ডসহ আরও অনেককে দেখা যাবে। চলতি বছরেই ছবিটি মুক্তি পাবে বলে আশা করা যায়।