যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইউটিউবের প্রধান কার্যালয়ে আক্রমন চালালেন এক নারী। তার আক্রমনে আহত হয়েছেন ৪ জন এবং আক্রমনকারী নারী আত্মহত্যা করেছেন।
সূত্র জানিয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় আনুমানিক বিকেল ৪টা নাগাদ স্কার্ফ পরিহিত এক নারী হঠাৎ করেই ক্যালিফোর্নিয়ায় সান ব্রুনোতে অবস্থিত ইউটিউবের প্রধান কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে বসেন। তার এলোপাতাড়ি গুলিতে ৪জন আহত হয়েছে। তাদের মধ্যে ১ জনের অবস্থা আশঙ্কাজনক। গোলাগুলির খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে হাজির হয় এবং পুরো এলাকা ঘেরাও করে। এদিকে হামলা শেষে আত্মহত্যা করেছেন ঐ নারী। পুলিশ ঐ নারীর লাশ উদ্ধার করেছে।
এ ব্যপারে পুলিশ জানিয়েছে, ঐ নারী তার প্রেমিক কে উদ্দেশ্য গুলি ছুড়ছিলেন। ঘটনা স্থলে থাকা সিসিটিভি ফুটেজে দেখা যায়, ক্যালিফোর্নিয়ায় সান ব্রুনোতে অবস্থিত ইউটিউবের প্রধান কার্যালয়ে হঠাৎ করেই গোলাগুলি শুরু হয়। তাৎক্ষনিক ভাবে কর্মীরা বিভিন্ন দিকে ছুটে পালাতে থাকে। এ ব্যপারে ইউটিউবের মালিক প্রতিষ্ঠান গুগল থেকে জানানো হয়েছে, ব্যপারটি নিয়ে তদন্ত শুরু হয়েছে। খুব শীঘ্রই এর খোলাসা করা হবে।