এবার হারিয়ে গেলো ভারতের সবচেয়ে শক্তিশালী স্যাটেলাটি। এ সপ্তাহেই স্যাটেলাইটি স্টেশনের সাথে সংযোগ হারিয়েছে। তবে এই স্যাটেলাইটটি পুনরায় স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে।
ভারতের মহাকাশ সংস্থা জানিয়েছে, নিজস্ব ব্যবস্থাপনায় গত বৃহস্পতিবার স্যাটেলাইটি উৎক্ষেপন করা হয়। উৎক্ষেপনের তৃতীয় অর্থাৎ চূড়ান্ত ধাপে এটি সংযোগ হারায়। ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানায়, স্যাটেলাইটটির সংযোগ হারানোর কোনো কারন এখনো পাওয়া যায়নি।
তবে ইসরো নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ‘স্যাটেলাইটটির সঙ্গে পুনরায় সংযোগ স্থাপনের চেষ্টা চালানো হচ্ছে।’