বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনের বিয়ে নিয়ে কিছুদিন ধরেই বেশ জল্পনা-কল্পনা শোনা যাচ্ছে। তবে এবার সব জল্পনার অবসান ঘটিয়ে গাটছড়ায় বাঁধা পরতে যাচ্ছেন ‘পদ্মাবত’ খ্যাত অভিনেতা রণবীর সিং এবং দীপিকা পাডুকোন। খুব শিগশিগরই বিয়ের পিঁড়িতে বসবেন এই দুই তারকা। কিছুদিন আগেই শোনা যায়, দীপিকা নাকি বিয়ের পরে অভিনয় জগত থেকে সরে যাবেন। কিন্তু এবারে একেবারে ভিন্ন মত পোষণ করলেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক সাক্ষাৎকারে দীপিকার কাছে তার বিয়ের পরবর্তী পরিকল্পনা নিয়ে জানতে চাইলে তিনি জানান, ‘বিশেষ কোনো পরিকল্পনা নেই। যেমন চলছে চলবে। ব্যক্তিগত জীবনে কিছু পরিবর্তন তো আসবেই। তবে কাজর জায়গায় আমি আগের মতোই থাকবো। আমি একজন কর্মজীবী স্ত্রী হতে চাই। বিয়ের পর কাজ কমিয়ে দেবো বা সংসার নিয়ে ব্যস্ত থাকবো এমনটা নয়।