অভিনেত্রীদের উপর কু-নজর পড়ার ঘটনা নতুন নয়। তবে কিছু ঘটনা প্রকাশ্যে আসলেও বেশির ভাগই অপ্রকাশিত থেকে যায়। এর আগে যৌন হেনস্তা নিয়ে মুখ খুলেছেন রাধিকা আপ্তে, বিদ্যা বালানের মতো অনেক অভিনেত্রী। কিন্তু এবারে এ বিষয় নিয়ে মুখ খুললেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন।
সম্প্রতি এক প্রতিবেদনের তথ্যমতে জানা গিয়েছে, হলিউডের জনপ্রিয় প্রযোজক হার্ভে উইনস্টেইন নাকি এক সময় ঐশ্বরিয়াকে ‘কাছে পেতে’ মরিয়া হয়ে উঠেছিলেন। ঔশ্বরিয়াকে পাবার জন্য পাগলের মতো করতেন এই পরিচালক। শুধু তাই নয় ঐশ্বরিয়াকে পাওয়ার জন্য টাকা খরচ করতেও প্রস্তুত ছিলেন তিনি। কিন্তু এই সুন্দরী কখনোই ধরা দেয়নি তাকে।
একবার হার্ভে প্রশ্ন করেন, কী করলে ঐশ্বরিয়াকে পাওয়া যাবে, এর জবাবে সাইমন বলেছিলেন, ‘হার্ভে হাজার চেষ্টা করলেও কিছুতেই তাকে পাবেন না। তাছাড়া অনেকবার চেষ্টা করা সত্ত্বেও ওই সময় ঐশ্বরিয়ার ধারেপাশেও ঘেষতে পারেননি হার্ভে।