কিশোরগঞ্জ জেলার কটিয়াদীতে এইচএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের সদস্য আব্দুল কাইয়ুম অনিককে (২০) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা।
সোমবার (০২ এপ্রিল) রাতে র্যাব-১৪ এর টিটিসি ময়মনসিংহ ক্যাম্পের ভারপ্রাপ্ত লিগ্যাল অ্যান্ড মিডিয়া কর্মকর্তা ও সহকারী পরিচালক (অপস্) এএসপি মো. হাফিজুল ইসলাম বাবু এ তথ্য জানিয়েছেন।
এর পূর্বে সকালের দিকে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মশুয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
গ্রেফতার হওয়া আব্দুল কাইয়ুম অনিককে ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার চর আলগী উচাখিলা বাজার এলাকার মো. আব্দুস ছালামের পুত্র।
সহকারী পরিচালক (অপস্) এএসপি মো. হাফিজুল ইসলাম বাবু জানিয়েছেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রশ্নফাঁসকারী চক্রের সদস্য অনিকের অবস্থান শনাক্ত করা হয়। পরে সোমবার সকালের দিকে অভিযান চালিয়ে কটিয়াদী উপজেলার মশুয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি মোবাইল সেটসহ ১২টি সীমকার্ড উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটিতে জড়িত চক্রের অন্য সদস্যদের আটক করতে অভিযান অব্যাহত রাখা হয়েছে।
তিনি আরও জানিয়েছেন,অনিকের বিরুদ্ধে কটিয়াদী মডেল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে ।