Home » বিনোদন » বলিউড ও অন্যান্য » কোহলির জন্য শুটিং বন্ধ করে দিলেন আনুশকা!
কোহলির জন্য শুটিং বন্ধ করে দিলেন আনুশকা!
কোহলির জন্য শুটিং বন্ধ করে দিলেন আনুশকা!

কোহলির জন্য শুটিং বন্ধ করে দিলেন আনুশকা!

বিরুষ্কার ভালবাসার কথা কে না জানে। তবুও পুনরায় ভালবাসার প্রমাণ দিলেন বলিউড অভিনেত্রী অরফে বিরাট পত্নী আনুশকা শর্মা। বিরাটের সাথে দেখা করার জন্য শ্যুটিংই বন্ধ করে দিলেন তিনি।

এটা সকলেরই অবগত যে, দুজনেই বেশ ব্যস্ত সময় পার করছেন। একজন নতুন ছবি ‘সুই ধাগা’ র শ্যুটিং নিয়ে। আরেকজন ক্রিকেট নিয়ে। দুজনের এতো ব্যস্ততার মধ্যে দেখা করাটাই বেশ কঠিন হয়ে যাচ্ছিলো। কিন্তু আর বেশিদিন মিস করে থাকতে পারলেন না আনুশকা। এতদিন ধরে ‘সুইধাগা’ ছবির শ্যুটিংয়ের জন্য ভারতের চান্দেরি শহরে অবস্থান করতে হয়েছে আনুশকাকে। সেখানকার শ্যুটিং আপাতত শেষ হয়েছে।

পরবর্তী শ্যুটিং করা হবে দিল্লিতে। আর স্থান পরিবর্তনের ফাঁকে দুই দিনের ছুটি চেয়ে নিলেন ছবির নায়িকা আনুশকা। কারন এটাই সুযোগ বিরাটের সাথে দেখা করার। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর জন্য বেশ ব্যস্ত থাকতে হবে বিরাটকে।

শুধু আনুশকাই নয়, ছবির নায়ক বরুণ ধাওয়ানের ও ছুটিটা দরকার ছিলো। কারন তার ‘অক্টোবর’ ছবিটি আগামী মাসেই মুক্তি পাবে। একারনে ছবির প্রচারের জন্য তার তো একটু সময় লাগেই। তবে আনুশকা দুই দিনের এই ছুটিটা বিরাটের জন্যই বরাদ্দ রাখলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

%d bloggers like this: