চুয়াডাঙ্গা সদর উপজেলার চাঁদপুর গ্রামে বালু ভর্তি ট্রাক্টর উল্টে শাকিল (২৫) নামের এক ট্রাক্টর চালক নিহত হয়েছেন। বুধবার (১১ এপ্রিল) সকালে এই দুর্ঘটনাটি ঘটেছে।
নিহত শাকিল উপজেলার কুলচরা গ্রামের মাসুম মণ্ডলের সন্তান।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গিয়েছে, শাকিল সকালে কুলচরা থেকে ট্রাক্টরে বালু ভর্তি করে পার্শ্ববর্তী চাঁদপুর গ্রামে যাচ্ছিলো। চলতি পথে নিয়ন্ত্রণ হারালে ট্রাক্টরটি উল্টে যায়। পরে স্থানীয়রা শাকিলকে আহত অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।