শুরু হচ্ছে এপ্রিল মাস এবং বাংলা নতুন বর্ষ। এসময় সকল চাকুরিজীবিদের মনে আশার আলো জাগে। কারণ সকলেরই আশা থাকে এসময়টাতে বেতনের অঙ্কটা হয়তো বাড়বে। কিন্তু বেতন বাড়লেও মাস প্রায় সকলের পকেট ফাঁকার কথা শোনা যায়। তবে আমাদের ভবিষ্যতের জন্যও তো একটু ভাবা দরকার। কিন্তু আমরা কি জানি, মাত্র কয়েকটি অভ্যাস পরিবর্তন করলেই আমরা ভবিষ্যতের জন্যও কিছু সঞ্চয় করতে পারি। তবে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক কিভাবে অর্থ সঞ্চয় করা সম্ভব।
১) সস্তায় জিনিস কেনাঃ কোনো জিনিস কেনার সময় দেখবেন সেটি কতদিন ব্যবহার করতে পারবেন। যদি এমন জিনিস হয় যে দুদিন পরেই তা অকেজো হয়ে যাবে তাহলে সেটা যথাসম্ভব কম টাকায় কেনার চেষ্টা করবেন।
২) হিসাব করে জিনিস কেনাঃ বাজারে গিয়ে ভালো লাগলেই কোনো জিনিস কিনবেন না। আগে দেখবেন জিনিসটি আপনার কতটা কাজে আসবে। অথবা একই জিনিস একাধিকবার কিনবেন না।
৩) পার্টিতে যাওয়াঃ বন্ধু থাকলে পার্টি তো হবেই এটা অস্বাভাবিক কিছুই না। কিন্তু বাইরে পার্টি করে অতিরিক্ত টাকা খরচ না করে বাড়িতেই খাবার কিনে পার্টির ব্যবস্থা করুন। অথবা কোথাও ঘুরতে গেলে একসঙ্গে অনেক বন্ধুরা যান কারন এতে টাকা সকলের মধ্যে ভাগ হয়ে যাবে। ফলে টাকা বাঁচবে আর আনন্দ করাও হয়ে যাবে।
৪) বাইরের খাবার কম খাওয়াঃ সপ্তাহে একদিন ছুটি পেলে কারই বা রান্না করতে ইচ্ছা করে বলুন। সেক্ষেত্রে অনেকেরই বাইরে থেকে খাবার কিনতে হয়। যদি আপনে ছুটির আগের দিনে একবারে দুইদিনের খাবার রান্না করে রাখেন তাহলে আপনার আর বাইরে থেকে খাবার কিনে খেতে হবে না। এতে আপনার অনেক টাকা সাশ্রয় হবে।
৫) ভেবে জিনিস কিনুনঃ কোনো জিনিস কিনতে যাওয়ার আগে নিজে একটু ভেবে নিন। জিনিসটা আপনার দরকারি কিনা বা জিনিসটি কিনে লাভ হবে কি না।