ক্যাথে প্যাসিফিকের ক্যাবিন-ক্রুদের অন-ডিউটিতে স্কার্ট পরার নিয়ম চালু রয়েছে। ওই দেশে ডিউটি টাইমে নারী ক্রু’দের ছোট স্কার্ট পরা বাধ্যতামূলক। কিন্তু এমন নিয়মের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলেন ওখানকার কেবিন-ক্রুরা। এবার তাদের এই আন্দোলন মেনে নেওয়া হলো। এখন থেকে ওই এয়ারলাইন্সের নারী ক্র’রা চাইলে স্কার্ট ছাড়াও ট্রাউজার পরতে পারবে।
উল্লেখ্য, ১৯৪৬ সালে এই এয়ারলাইন্সের নারী ক্রু’দের অন-ডিউটিতে মিনি স্কার্ট পরিধানের নিয়ম চালু করা হয়। কয়েকজন কেবিন-ক্রু কিছুদিন আগে এই নিয়মের বিরুদ্ধে অভিযোগ করেন। তারা জানায়, ছোট স্কার্ট পরে ডিউটি করা খুবই অস্বস্তিকর একটা ব্যাপার। বিশেষ করে যখন বিমানের লকারে ব্যাগ রাখতে হয় অথবা পাবলিক বাসে করে যখন কাজে আসতে হয়।
তাদের অভিযোগের যথাযথ যুক্তি থাকায় দাবি মেনে নিলেন দেশের বিমান কর্তৃপক্ষ। তবে এ সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন ওই দেশের এয়ারলাইন্সটি তার ক্রু’দের পোশাক-পরিচ্ছদে পরিবর্তন। আর এই পরিবর্তন আনতে প্রায় তিন বছর সময় লেগে যাবে।
ক্যাথে প্যাসিফিকের কেবিন-ক্রুদের এমন সুযোগ দেওয়ায় প্রশংসা করে বিষয়টিকে স্বাগত জানিয়েছেন হংকংভিত্তিক ড্রাগন এয়ারলাইন্সের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ার পাওলিন মেক।