বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন এবং অভিনেতা রণবীরের বিয়ের গুঞ্জন দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছে। তবে এই গুঞ্জন খুব শ্রীঘ্রই বাস্তবে রুপান্তরিত হতে চলেছে। কিন্তু বিয়ের পরবর্তী জীবন নিয়ে এবারে মুখ খুললেন এই অভিনেত্রী।
সম্প্রতি এক প্রতিবেদনে এসে দীপিকা জানান, বিয়ের পর তিনি অভিনয় জগত থেকে বেরিয়ে আসবেন। কারণ বিয়ের পর তিনি স্বামী, সংসার, ছেলেমেয়ে এসব নিয়েই কাটাতে চান। দীপিকার ভক্তরা তার বিয়ে নিয়ে খুবই উত্তেজিত ছিলো। কিন্তু এবার দীপিকার কথা শুনে তারা খুবই কষ্ট পেয়েছেন।
শোনা যায়, চলতি বছরের সেপ্টেম্বর অথবা ডিসেম্বর মাসেই রণবীর এবং দীপিকার বিয়ে অনুষ্ঠিত হবে। শুধু তাই নয় ইতিমধ্যে তাদের মা-বাবা বিয়ের দিন হিসেবে চারটি তারিখ ও নির্ধারণ করে ফেলেছেন।
বিয়ের তারিখ নির্দিষ্ট না হওয়ায় বছর শেষে কোনো ছবির কাজ হাতে রাখছেন না। তবে সূত্র জানিয়েছে তাদের বিয়ে নাকি গোপনেই অনুষ্ঠিত হবে। বিয়েল অনুষ্ঠানে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন ছাড়া আর কেউ থাকবেন না। তবে বিয়ে নিয়ে কোনো পরিকল্পনার ব্যাপারে এখনো কিছু জানা যায়নি।