মেয়েটির বয়স মাত্র ১২ বছর, তবুও সে বুঝতে পেরেছিলো ধর্ষকের হাত থেকে রেহাই পাবেনা সে। আর তাই কোন উপায় না দেখে ৪ তলার উপর থেকে লাফিয়ে পড়ে সে। ঘটনাটি ঘটেছে আর অন্য কোথাও নয়- ভারতে।
সূত্র জানিয়েছে, ভারতের মুম্বাইয়ে এক ব্যক্তি ফুসলিয়ে মেয়েটিকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। লোকটি সেখানে তাকে নিয়ে ধর্ষনে উদ্যত হলে সে বাধা প্রদানের সময় একপাটি জুতা নিচে পড়ে যায়। এসময় রিকশা শ্রমিকরা তাকে ছাদের কিনারে দেখতে পায়। তারা দ্রুত তাদের সঙ্গে থাকা কাপড় দিয়ে নিরাপত্তা জাল তৈরী করে ফেলে। মেয়েটি লাফিয়ে পড়ার পর সেটির উপর এসে পড়ে।
মেয়েটি লাফিয়ে পড়লে নিরাপত্তা জালটি ছিড়ে কংক্রিকে আঘাত পায়। সৌভাগ্যবশত প্রাণে বেচে গেলেও আঘাতে তার পিঠের হাড় ভেঙ্গে যায়। বর্তমানে মেয়েটি হাসপাতালে ভর্তি আছে এবং তার চিকিৎসা চলছে। এদিকে ধর্ষণের চেষ্টাকারী ঐ ব্যক্তিকে আটকের চেষ্টা করছে পুলিশ।
আরো পড়ুন- ৪ বছরের শিশুকে জঙ্গলে নিয়ে ধর্ষণ!!!