বড় মেয়েকে দিয়ে ভালোই রোজগার করিয়ে নিচ্ছেন মা। নিজের বড় মেয়েকে দিয়ে দেহব্যবসার কাজ করিয়ে টাকা আয় করে যাচ্ছেন মা। কিন্তু ছোট মেয়ে সে কাজে নারাজ হওয়ায় পুলিশের কবলে পড়তে হলো মাকে। সম্প্রতি ভারতের মুম্বাইতে এমন ঘটনা ঘটেছে।
ঘটনা সূত্রে জানা যায়, ওই মহিলার দুই মেয়ে। স্বামী শ্রমিকের কাজ করে। ঠিকমতো সংসার চালাতে না পেরে কিছুদিন আগে রাজস্থান থেকে ওই মহিলা তার পুরো পরিবার নিয়ে মুম্বাইতে চলে আসে। মুম্বাইতে আসার পর মহিলার বড় মেয়ে একটি বারে কাজ করা শুরু করে। আর সেখান থেকেই দেহব্যবসা শুরু করে দেয় বড় মেয়ে। এরপর তার প্রতিদিনের আয় প্রায় ১০০০০ টাকায় এসে দাঁড়ায়। টাকার লোভ সামলাতে না পেরে ছোট মেয়েকেও একই কাজে নামার জন্য চাপ দিতে থাকে তার মা। এক দালাল মারফত নিজের নাবালিকা মেয়েকে দেহব্যবসায় নামানোর কথা জানান।
এরপর পুলিশ ঘটনাটি জানতে পেরে যায় এবং খোঁজ করতে থাকে। ইতোমধ্যে পুলিশ ওই মহিলাকে গ্রেফতার করেছে। শুধুমাত্র টাকার জন্য নিজের মেয়েকে এমন কাজে পাঠাতে পারে কোনো মা এটা ভাবতেই অবাক আমজনতা।