মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কে নিয়ে খবরের যেনো কোন কমতি নেই। তাহলে ট্রাম্পের মূর্তিই বা বাদ যাবে কেন! সম্প্রতি ঘোষনা করা হয়েছে ট্রাম্প্রের উলঙ্গ এই মূর্তি নিলামে তোলা হবে।
সম্প্রতি এক ঘোষনায় নিউ জার্সির জুলিয়েন’স অকশন হাউস জানিয়েছে, ‘দ্য এমপেরর হ্যাজ নো বলস’ নামক ডোনাল্ড ট্রাম্পের এই নগ্ন মূর্তিটি আগামী ২রা মে নিলামে তোলা হবে। বিবৃতিতে আরো বলা হয়েছে, আশা করা যাচ্ছে অন্তত ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত দাম উঠতে পারে ট্রাম্পের এই নগ্ন মূর্তির।
উল্লেখ্য যে, ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বে একদল শিল্পী মূর্তিগুলো তৈরী করেন। যদিও সবগুলো মূর্তি ভেঙে ফেলা হয়েছে শুধু এই একটি মূর্তি ছাড়া। মাটি এবং সিলিকনের তৈরী মূর্তিটি এবার নিলামে তোলার ঘোষনা দেওয়া হয়েছে।