Home » খেলাধুলা » ক্রিকেট » পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেল বাটলার
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেল বাটলার
পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেল বাটলার

পাকিস্তানের বিপক্ষে টেস্ট দলে জায়গা পেল বাটলার

আগামী সপ্তাহে ঘরের মাঠে শুরু হবে পাকিস্তানের বিপক্ষে ২টি টেস্ট ম্যাচ। আর এই সিরিজের ১ম টেস্টের জন্য ১২ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)। দলে দীর্ঘ দেড় বছর পর ফিরলেন উইকেটরক্ষক জস বাটলার। তবে এই টেস্টে ইংল্যান্ডের নতুন মুখ হিসাবে ডাক পেলেন অলরাউন্ডার ডম বেস। বাদ পড়েছেন নিউজিল্যান্ডের বিপক্ষে আগের সিরিজের দলে থাকা জেমস ভিন্স।

সেই ২০১৬ সালের ডিসেম্বরে ভারতের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলে ছিলেনন এই মারকুটে ব্যাটসম্যান। সাম্প্রতি ভারতের আইপিএলের এগারতম আসরে রাজস্থানের হয়ে খেলছেন তিনি। ইতোমধ্যে ১৪ ম্যাচে ৫টি হাফ-সেঞ্চুরিতে ৫৪৮ রান করেছেন বাটলার। টানা পাঁচ ম্যাচে এসেছে হাফ-সেঞ্চুরিগুলো।

বাটলারকে দলে টানতে উচ্ছিত ইংল্যান্ড দলের নির্বাচকরা। এ বিষয়ে এড স্মিথ বলেন, ‘বাটলার প্রতিভাবান খেলোয়াড়। ইংল্যান্ডের সীমিত ওভার দলের গুরুত্বপূর্ণ সদস্য সে। নির্বাচক প্যানেল এখন অনুধাবন করেছে, তাকে টেস্ট দলেও নেয়া উচিত। সে টেস্ট দলের সাত নম্বরেই খেলবে। আইপিএলে আত্মবিশ্বাসের সাথেই খেলছে বাটলার এবং টেস্ট দলের জন্য অনন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবেন।’

এদিকে গত নিউজিল্যান্ড সিরিজে ইনজুরিতে পড়েছিলেন জ্যাক লিচ।এবার তার পরিবর্তেই পাকিস্তানের বিপক্ষে ১ম টেস্টে ডাক পেলেন বেস। চলতি ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফরমেন্সের সুবাদেই প্রথমবারের মত টেস্ট দলে ডাক পান তিনি। এখন পর্যন্ত ১৬টি প্রথম শ্রেনির ক্রিকেটে ৬৩ উইকেট ও ৫৩৩ রান করেছেন ২০ বছর বয়সী বেস।

লর্ডসে ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুরু হবে মে ২৪ তারিখে। হেডিংলিডতে ১ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

পাকিস্তারে বিপক্ষে ১ম টেস্টে ইংল্যান্ড দল: জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, জনি বেয়ারস্টো, ডম বেস, স্টুয়ার্ট ব্রড, জস বাটলার, এলিস্টার কুক, ডেভিড মালান, বেন স্টোকস, মার্ক স্টোনম্যান, ক্রিস ওকস, মার্ক উড।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: