ভেনেজুয়েলায় একটি পুলিশ স্টেশনে অগ্নিকান্ড এবং দাঙ্গা-হাঙ্গামায় ৬৮ জনের মৃত্যু হয়েছে। জেল-হাজতের একজন কয়েদি তার তোশকে আগুন ধরিয়ে দিলে আগুন ছড়িয়ে পড়ে এবং মর্মান্তিক মৃত্যুর শিকার হয় ৬৮ জন মানুষ।
এক সংবাদ সংস্থার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়া শহরের কারাবোবো রাজ্যে স্থানীয় সময় বৃহস্পতিবার এ অগ্নিকান্ড ঘটে। সেখানে একটি পুলিশ স্টেশনের হাজতে এক হাজতি তার তোশকে আগুন ধরিয়ে দেয়। আগুন ছড়িয়ে পড়লে আগুনের ধোঁয়ায় তাপে এবং ধোঁয়ায় নিশ্বাস বন্ধ হয়ে মারা যান অনেক মানুষ।
খবর পেয়ে কয়েদিদের আত্মীয়-স্বজনেরা হাজির হন সেখানে এবং দাঙ্গা শুরু হয়। দাঙ্গার এক পর্যায়ে তারা জেল-হাজত ভেঙ্গে ফেলার প্রচেষ্টা চালায়। এ সময় পুলিশ পরিস্থিতী নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় এক পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হন। সব মিলিয়ে এ ঘটনায় ৬৮ জনের মৃত্যু হয়। ভেনেজুয়েলার চিফ স্টেট প্রসিকিউটর তারেক সাব বলেন, খুব শীঘ্রই পুরো ঘটনার তদন্ত করা হবে।