বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক নেতারা জনগনের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য অ্যাপস ব্যবহার করে থাকেন। তবে, বাংলাদেশের কোন রাজনৈতিক নেতা জনগনের সঙ্গে যোগাযোগের জন্য এতোদিন অ্যাপস ব্যবহার করতো না। এই সংস্কৃতি প্রথম বারের মতো ভাঙ্গা হলো।
অ্যাপসের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে জনগনের সাথে সরাসরি সার্বক্ষনিক যোগাযোগের উদ্দেশ্যে বাংলাদেশের প্রথম রাজনীতিবিদ হিসেবে অ্যাপস তৈরি করেছেন স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় যুগ্ন সাধারণ সম্পাদক গাজী মেজবাউল হোসেন সাচ্চু। যাতে যে কেউ, যে কোন সময় চাইলেই গাজী মেজবাউল হোসেন সাচ্চুর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারে।
গুগল প্লে ষ্টোরে shachchu লিখে সার্চ দিয়ে যে কেউ তার এ্যানড্রয়েড মোবাইলে অ্যাপসটি ইন্সটল করে নিতে পারবে।
অ্যাপসটিতে রয়েছে গাজী মেজবাউল হোসেন সাচ্চুর ব্যক্তিগত এবং রাজনৈতিক পরিচয়। বিভিন্ন রাজনৈতিক কর্মসূচীর ছবি, ভিডিও এবং সংবাদ। রয়েছে অভিযোগ ও পরামর্শ বিভাগ। যেখানে ঢাকা ১৫ আসনের যে কেউ তাদের কোন অভিযোগ এবং পরামর্শ প্রদান করতে পারবেন। যোগাযোগ বিভাগে অ্যাপসের মাধ্যমে সরাসরি যোগাযোগ স্থাপন করতে পারবেন। এছাড়াও অনলাইন থেকে www.shachchu.com থেকেও যে কেউ চাইলে যোগাযোগ করতে পারবেন।