বিমানবন্দরে নিত্যনতুন খবর প্রায়ই শোনা যায়। কিন্তু এবারে ভারতের একটি বে-সরকারি বিমান সংস্থার একটা ভিন্ন ধর্মী একটা খবর শোনা গেলো । ভারতের বে-সরকারি বিমান সংস্থা স্পাইস জোটের বিরুদ্ধে কেবিন-ক্রুদের বিবস্ত্র করে দেহ-তল্লাসি করার অভিযোগ উঠেছে।
ঘটনা সূত্রে জানা যায়, কেবিন ক্রুদের বিরুদ্ধে অবিযোগ আসে তারা বিমানের খাবার অসাধু উপায়ে বিক্রি করছে। এই অভিযোগর ভিত্তিতে বিমান থেকে নামার পরপরই সকল কেবিন-ক্রুদের বিবস্ত্র করে শরীর তল্লাসি করা হয়। এছাড়া তাদের ব্যাগ এবং সকল ব্যক্তিগত সামগ্রীও খুলে দেখা হয়। শুধু তাই নয়, হাতের ব্যাগ থেকে স্যানিটারি ন্যাপকিনও ফেলে দিতে বাধ্য করা হয়।
কেবিন-ক্রুদের বিক্ষোভের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাটি প্রকাশ্যে আসে। এই ঘটনার পর থেকে কেবিন-ক্রুদের বাথরুম বা ওয়াসরুমেও যেতে দেওয়া হচ্ছে না।