মাগুরায় সড়ক দূর্ঘটনায় নিহত ২ মোটর সাইকেল আরোহী এবং আহত ১। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে মাগুরার মহম্মদপুর উপজেলার হাটবাড়িয়া গ্রামের সড়কে এ দূর্ঘটনা ঘটে।
মাগুরা সদর থানার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে তিন যুবক মোটর সাইকেলযোগে ফলশিয়া থেকে মোহাম্মদপুর উপজেলা সদরের দিকে যাচ্ছিলেন। কিন্তু ফলশিয়া থেকে কিছুদূর এগিয়ে হাটবাড়িয়া এলাকায় পৌঁছালে বিপরীতমুখী একটি ট্রলির সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে ১ জনের বাকি দু’জনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। আহত অবস্থায় দুইজনকে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু ঘটে।
নিহতরা হলেন একই উপজেলার ফলসিয়া গ্রামের জাফর শেখের ছেলে নূর ইসলাম (২২) ও চান্দ মিয়ার ছেলে ইব্রাহিম (২৩)। আহত মিলন (২৫) মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।