মানিকগঞ্জ সদর উপজেলার মানড়া এলাকাটিতে একটি বাসের চাপায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছেন।
বুধবার (১১ এপ্রিল) সকাল আনুমানিক ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কটিতে এই দুর্ঘটনাটি ঘটেছে।
গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, সকালে ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের ২ আরোহী গুরুতরভাবে আহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকগণ তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।